গাজীপুরের কালিয়াকৈরে এক ছিনতাইকারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ছিনতাইকারী হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ভাঙ্গগড়া এলাকার আলী হোসেনের ছেলে রুবেল হোসেন (২৭) ।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সফিপুর এলাকায় ছিনতাই করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার এএসআই সৌমিত্র কুমার অধিকারীর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে রুবেল হোসেন নামে ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর