জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণার প্রতিবাদে ও অনতিবিলম্বে পরীক্ষা নেওয়ার দাবিতে বরগুনা প্রেসক্লাব চত্তরে বরগুনা সরকারি কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে।
সকাল ১১টায় আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনা সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাইনুল হাসান। বক্তব্য রাখেন বরগুনা সরকারি কলেজের ছাত্র মো. রাইসুল আমিন হৃদয়, মো. জাফরুল ইসলাম সৌরভ, নাঈম হোসেন, জাহিদ হোসেন, আযম খান জব্বার, ইমতিয়াজ সোহাগ, সবুজ হাওলাদার, শারমিন আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আগামী মার্চের প্রথম সপ্তাহের মধ্যে সকল পরীক্ষা শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল