২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৫২

পুলিশ পরিচয়ে নারীর স্বর্ণালংকার-টাকা ছিনতাই

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

পুলিশ পরিচয়ে নারীর স্বর্ণালংকার-টাকা ছিনতাই

প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় পুলিশ পরিচয়ে অভিনব কায়দায় রেশমা বেগম (৩৪) নামে এক নারীর ৯ আনা ওজনের স্বর্ণের চেইন, ৩ আনা ওজনের কানের দুল, নগদ ৬০০ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

রবিবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার বিশ্বরোড মোড়ে এ ঘটনা ঘটে।  

রেশমা বেগম ভাঙ্গা পৌর সদরের বাসা থেকে ভাঙ্গার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মিরাকান্দা গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। এ ব্যাপারে রেশমা বেগম ভাঙ্গা থানায় একটি অভিযোগ করেছেন।     
 
রেশমা বেগম জানান, সকাল ১০টার দিকে একটি অটো গাড়িতে করে ভাঙ্গা থেকে পুখুরিয়া স্ট্যান্ডে যাচ্ছিলেন। ভাঙ্গা বিশ্বরোড মোড় পার হওয়ার পরে পেছন থেকে মোটরসাইকেলে করে এক ব্যক্তি (২৮) পুলিশ পরিচয়ে অটো গাড়িটি থামায়। অটো গাড়িটিকে চলে যেতে বলে। রেশমা বেগমের নিকট ইয়াবা আছে বলে চ্যালেঞ্জ করে এবং তার স্বর্ণালংকার খুলে ব্যাগে রাখতে বলে। এরপর ব্যাগ নিয়ে দ্রুত কেটে পড়ে। 

এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে।    

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর