২ মার্চ, ২০২১ ১৪:২৬

পতাকা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জেএসডি’র

বাগেরহাট প্রতিনিধি

পতাকা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জেএসডি’র

স্বাধীনতার প্রথম প্রতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তিতে এবং ২ মার্চকে পতাকা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আলোচনা সভা করেছে বাগেরহাট জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের পর জেলা জেএসডি আলোচনা সভার আয়োজন করে। 

বাগেরহাট জেলা জেএসডি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা জেএসডির সাধারণ সম্পাদক এ কে এম মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল খান, জেএসডির মোরেলগঞ্জ উপজেলা সভাপতি নীল রতন মিস্ত্রী, রামপাল উপজেলা সভাপতি শেখ আফজাল হোসেন, জেএসডি নেতা শেখ আবুল বাশার, আলমগীর খান, মো. মিরাজ হোসেন, মো. মিলন হাওলাদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা আন্দোলনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ মাচর্ স্বাধীনতার প্রথম প্রতাকা উত্তোলকারী আ স ম আব্দুর রবের ভূমিকা স্মরণ করে ২ মার্চকে পতাকা দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর