৩ মার্চ, ২০২১ ০৮:১৭

চা বাগানে সাপ খেকো মারাত্মক বিষধর ‘ব্যান্ডেড ক্রেইট’!

অনলাইন ডেস্ক

চা বাগানে সাপ খেকো মারাত্মক বিষধর ‘ব্যান্ডেড ক্রেইট’!

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের সোনাছড়া চা-বাগান থেকে বিষধর দুর্লভ প্রজাতির শঙ্খনি বা ব্যান্ডেড ক্রেইট সাপ উদ্ধার করা হয়েছে। এটা এলাপিডি পরিবারভুক্ত এক প্রকার বিষধর সাপ।

মঙ্গলবার (০২ মার্চ) রাত ৮টার দিকে উদ্ধারের পর ওই সাপটিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। বুধবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাপটিকে অবমুক্ত করা হবে বলে জানা গেছে। 

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানিয়েছেন, রাত ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সোনাছড়া চা-বাগানের কাঞ্চন নায়েক নামক রাস্তার মধ্যে এ শঙ্খনি সাপটিকে স্থানীয় এক চা শ্রমিক দেখতে পায়। এতে বাগান এলাকার লোকজন জড়ো হয়ে বিষধর এ সাপটিকে মারার প্রস্তুতি নেয়। 

এসময় স্থানীয় লোকজনের মাধ্যমে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবের কাছে বিষধর সাপের খবর আসে। পরে রাতেই সোনাছড়া চা বাগানে উপস্থিত হয়ে শঙ্খনিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। বর্তমানে এ সাপটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। 

সজল দেব জানান, বুধবার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। 

জানা গেছে, শঙ্খনি নিশাচর প্রাণী। সে আহার হিসেবে সব ধরনের সাপ খেতেই অভ্যস্ত। অন্য কোনো খাবার খায় না। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর