জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান এদেশে যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করেছে। জামায়াত ইসলামীসহ স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সকল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হচ্ছে।
বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরের মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
চিফ হুইপ বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের জন্য। যা বিশ্বের উন্নত অনেক দেশে দেওয়া সম্ভব হচ্ছে না। এখনো অনেক দেশ আছে যারা ভ্যাকসিন পায়নি।
একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণেই করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৩০ লাখ মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান নূর-ই আলম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা ও সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই