৪ মার্চ, ২০২১ ১৬:২০

গন্ধগোকুল জবাইয়ের চেষ্টা, ৯৯৯-এ কল দিয়ে রক্ষা

অনলাইন ডেস্ক

গন্ধগোকুল জবাইয়ের চেষ্টা, ৯৯৯-এ কল দিয়ে রক্ষা

সংগৃহীত ছবি

কুড়িগ্রামে সদর উপজেলার তেপতির মোড়ে বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল আটকের পর গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। হাঁপানি রোগ সারতে এই প্রাণীর মাংস কাজে দেয় এমন ধারণা থেকে গন্ধগোকুলটিকে জবাই করার সিদ্ধান্ত নেন স্থানীয়রা। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ এসে ওই প্রাণীটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিপন্ন প্রজাতির ওই গন্ধগোকুল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর থানা চত্বরে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ওই প্রাণীটিকে বন বিভাগের নিকট হস্তান্তর করেন।

এসময় বন বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন ফরেস্ট গার্ড নুর ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সদর থানার ওসি খান মো. শাহরিয়ার প্রমুখ।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের ধূলাউড়া চার তেপতির মোড় থেকে স্থানীয়রা মঙ্গলবার দুপুরে গন্ধগোকুলটিকে আটক করে। পরে সন্ধ্যায় ৯৯৯ কল পেয়ে পুলিশ এসে বিপন্ন প্রাণীটিকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর