৪ মার্চ, ২০২১ ১৯:৩৬

নাসিরনগরে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কন্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কন্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল কর্তৃক আয়োজিত তরুণ-তরুণীদের বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘তারুণ্যের কন্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. রফিজ মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া ও স্বর্ণ কিশোরী দীপ্তি চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কিশোরী বয়সে মন ও শরীর দুটিই বিয়ের জন্য অপ্রস্তুত থাকে। বাল্যবিয়ে হলে কয়েক বছরের মধ্যেই কিশোরী গর্ভবতী হয়। ফলে শিশুর গর্ভে অপরিপক্ক শিশুর জন্ম হয়। সেই শিশু বেড়ে ওঠে অপুষ্টি নিয়ে। তাই বাল্যবিয়ে প্রতিরোধে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠান বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর