৫ মার্চ, ২০২১ ০০:১৯

ঝিনাইদহে ৩ দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৩ দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু

ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী লালন স্মরণোৎসব। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে লালনের জন্মভূমি হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে এ উৎসবের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাঈন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, পৌর মেয়র ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান পলাশ মিয়াসহ অন্যান্যরা।

উদ্বোধনী আলোচনা সভা শেষে গভীর রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লালনের গান পরিবেশন করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত বাউল শিল্পীরা।

এদিকে, উৎসবকে ঘিরে সেখানে ঢল নেমেছে লালন ভক্ত, বাউল, অনুসারী, ভাবশিষ্য ও সাধুদের। আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর