৬ মার্চ, ২০২১ ১১:৩৬

স্থানীয়দের আঘাতে বিপন্ন প্রজাতির ময়ূর আহত

অনলাইন ডেস্ক

স্থানীয়দের আঘাতে বিপন্ন প্রজাতির ময়ূর আহত

বিলুপ্ত প্রজাতির একটি ময়ূর পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় যুবকদের দ্বারা আহত ময়ূরটি পঞ্চগড় উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন থেকে উদ্ধার করা হয়। 

স্থানীয়দের তথ্য মতে, 'শিকারপুর এলাকায় বিকালে ময়ূরটি দেখে স্থানীয় যুবকরা আঘাত করে। এতে পাখিটি গাছ থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা ময়ূরটিকে উদ্ধার করে মিজানুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে রাখেন। পরে খবর পেয়ে বোদা থানা পুলিশ ওই পাখিটিকে উদ্ধার করে।'

বোদা থানার ওসি আবু মাঈদ চৌধুরি বলেন, 'এ ধরনের ময়ূর প্রায় বিপন্ন প্রজাতির। স্থানীয়দের আঘাতে আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে বন বিভাগকে বিষয়টি জানানো হয়। বন বিভাগের কর্মকর্তাদের কাছে পাখিটি হস্তান্তর করা হয়েছে।' 

পঞ্চগড় বন বিভাগের রেঞ্জ অফিসার মধুসূদন বর্মণ বলেন, 'বন বিভাগের সদস্যরা ময়ূরটিকে থানায় প্রাথমিকভাবে চিকিৎসা দেয়। পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড়ে নেওয়া হয়েছে।'

 


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর