৭ মার্চ, ২০২১ ১৭:৫০

কুড়িগ্রামে হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ীতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত কাঁঠালবাড়ী আগমনী বাজার মাঠে ফাইনাল খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর থানার ওসি খান মো. শাহরিয়ার ও ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল প্রমুখ।

চূড়ান্ত হা-ডু-ডু খেলায় রাইয়ান স্পোর্টিং ক্লাব স্বনির্ভর আলু ব্যবসায়ী ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে প্রায় দেড় সহস্রাধিক দর্শক উপস্থিত হয়।

প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে ৮টি দল নিয়ে খেলা শুরু হলেও মহামারি করোনাভাইরাসের কারণে ফাইনাল খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর শনিবার এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হচ্ছে-ভানুর ভিটা স্পোর্টিং ক্লাব, বড়বাড়ি হা-ডু-ডু দল, হাজির মোড় একাদশ, পার্কের মোড় স্পোর্টিং ক্লাব, ফুলবাড়ী হা-ডু-ডু ক্লাব, ফুলবাড়ী হা-ডু-ডু ক্লাব ও শিবরাম একাদশ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর