টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় নৌবাহিনীর একটি প্রতিনিধি দল।
আজ মঙ্গলবার দুপুরে ভারতীয় নৌবাহিনীর কমোডর মহাদেব গোবর্ধন রাজু-এর নেতৃত্বে প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু কমপ্লেক্সে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণ ঘুরে দেখেন।
এ সময় তার সফর সঙ্গী কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রী ও গৌরব দূর্গাপাল এবং ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণ ছাড়াও বাংলাদেশ নৌবাহিনী খুলনা নেভাল এরিয়ার কমান্ডার আরিফুল ইসলাম, কমান্ডার মো. মোস্তফা কামাল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর ‘কুশিল ও সুমেধা’ নামক দুটি জাহাজ তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর