মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে ইট কেনা-বেচা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে কমপক্ষে ৫ জন টেঁটা-বিদ্ধ হয়েছেন।
তারা হলেন- চরপানিয়া গ্রামের মজিবুর (৫১), বিল্লাল হোসেন (৫০), মো. আওলাদ হোসেন (৩৭), পিয়ার উদ্দিন (৩৫) ও মো. জাহাঙ্গীর (৩৫)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষ এক ঘণ্টাব্যাপী হয় বলে জানা গেছে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকার কেরানীগঞ্জর কক্সমিক ব্রীকস নামে একটি ইটভাটার ইট বেচা-কেনা নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এক পক্ষের নেতৃত্ব দেন মুজিবুর রহমান। অপর পক্ষে ছিলেন একই গ্রামের রমজান আলী। বর্তমানে চর পানিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি এসএম জালালউদ্দিন বলেন, ইট বেচা-কেনা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর