ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল কিনে না দেয়ার অভিমানে আদনান হোসেন রাদিফ (১৬) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর রাত তিনটায় শহরের মৌড়াইল কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। আদনান হোসেন রাদিফ কসবা উপজেলার মইনপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের ছেলে। কলেজপাড়ায় তারা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।
পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে রাদিফ তার মা-বাবার কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না করে। বাবা-মা তার আবদার মেনে নেয়নি। সোমবার রাতে মা ও বোন বাড়িতে না থাকার সুযোগে রাদিফ তার শোবার ঘরের সিলিং ফ্যানে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার