গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে চালের ট্রাকে ২৪১ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার বোরপুর স্কুলপাড়া এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে মাসুদ রানা (৪০), একই উপজেলার পুরান এলাকার মৃত মোকসেদ আলী ছেলে রঞ্জু মিয়া (৩৮)।
র্যাব-১ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে ফেনসিডিলের একটি বড় চালান বগুড়া জেলা হতে গাজীপুরের দিকে আসিতেছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ক্যাম্পের লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তাৎক্ষনিক কালিয়াকৈর উপজেলার আনসার একাডেমী ৩ নং গেইট আদর্শনগর সিকদার মার্কেটের সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করেন। মাদক ব্যবসায়ী মাসুদ রানা ও রঞ্জু মিয়াকে আটক করেন। এ সময়
তাদের নিকট থেকে ২৪৩ বোতল ফেন্সিডিল, নগদ ১৯শ টাকা, ১টি ট্রাক এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গাজীপুরে পোড়াবাড়ী ক্যাম্পের র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ঘটনা বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আল আমীন