বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ১ম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ক্ষুদে ক্রিকেটারদেরকে নিয়ে লিগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিসিবির পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, প্রাক্তন ক্রিকেটার লাক্কু নন্দী, পৌরসভার মেয়র পারভেজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে স্থানীয় শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৬ টি দলের দলনেতারা উপস্থিত ছিলেন। বুধবার থেকে মাঠে গড়াবে ক্রিকেট লিগ।
বিডি প্রতিদিন/এ মজুমদার