কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারাল কিরিচ উদ্ধার করা হয়।
‘বন্দুকযুদ্ধে’ নিহতরা হলেন- মো. ইউনুস আলম ও মো. রুবেল। তাদের দু’জনেরই বাড়ি উপজেলার মৌলভী পাড়া এলাকায়।
আজ মঙ্গলবার টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নাফ নদীর নাজিরপাড়া পয়েন্টে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের ওপর অতর্কিতভাবে গুলি চালায়। পরে আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। এরপর সেখানে ৩ লাখ ৬০ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর