অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে গাজীপুরে ৬০০ শত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং দুইজনকে এক লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিতাস গ্যাস গাজীপুর অফিস এবং গাজীপুর জেলা প্রশাসনের যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিতাস গ্যাস গাজীপুর অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর খাইলকুর, মধ্য খাইলকুর, দক্ষিণ খাইলকুর ও বোর্ডবাজার এলাকার নয়টি পয়েন্টে মঙ্গলবার এক অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দক্ষিণ খাইলকুর এলাকার ইব্রাহিম খলিলকে ৯০ হাজার টাকা এবং একই এলাকার কবীর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেড় কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থল সহ ৩০০ মিটার পাইপলাইন অপসারণ করা হয়। এতে ৩০০টি বাড়ির প্রায় ৬০০ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান, প্রকৌশলী শাহনেওয়াজ লতিফ, মোঃ মোশারফ হোসেন সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ, প্রকৌশলী জাবের নূরানী, উপসহকারী প্রকৌশলী মোঃ শাবিনুর রহমান এবং সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার