কুমিল্লার ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন হত্যা মামলায় কাউন্সিলর আবদুস সাত্তারকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার কুমিল্লার ৯ নম্বর আমলী আদালতের বিচারক সাত্তারের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই, কুমিল্লার পরিদর্শক মো. মতিউর রহমান।
সূত্র জানায়, পিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন হত্যা মামলায় কাউন্সিলর সাত্তারকে গ্রেপ্তার দেখায় আদালত। এর আগে গত ২৬ জানুয়ারি রাজধানীর শাহবাগ এলাকা থেকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাত্তারকে গ্রেপ্তার করেছিলো পিবিআই। তাকে গ্রেপ্তার করা হয়েছিলো গত বছরের ১১ নভেম্বর নগরীর চৌয়ারা এলাকায় খুন হওয়া যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী জিলানী হত্যা মামলায়। সাত্তার ওই হত্যা মামলার দুই নম্বর আসামি। ওই সময় থেকে কারাগারে রয়েছেন তিনি।
পিবিআই’র পরিদর্শক মো.মতিউর রহমান বলেন, শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই কার্যালয়ে আনা হবে। আশা করছি এর মাধ্যমে তার কাছ থেকে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ নভেম্বর রাতে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের শামবক্সি (ভল্লবপুর) এলাকায় সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসে ছাত্রলীগ নেতা দেলোয়ারকে মাথায় গুলিতে হত্যা করে। গত বছরের ২৪ সেপ্টেম্বর পিবিআইয়ের সদস্যরা এ মামলায় আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে। আনোয়ার আদালতে দেওয়া জবানবন্দিতে জানায়, কাউন্সিলর আবদুস সাত্তারের পরিকল্পনায় দেলোয়ারকে খুন করে মামলার প্রধান আসামি রেজাউলসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার