বরিশালে ১ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার মামলায় দুই ব্যক্তিকে পৃথক মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম মঙ্গলবার বিকেলে এই দণ্ডাদেশ দেন।
১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার পটুয়াখালী জেলার গলাচিপার বোয়ালিয়া এলাকার তপন কুমার শিকারীকে ৯ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং ৬শ পিস ইয়াবাসহ গ্রেফতার কুমিল্লার মেঘনার বড় নয়াগাঁও এলাকার মোখলেছুর রহমানকে ৭ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিল।
আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৭ সালের ১৬ মার্চ র্যাব-৮ এর একটি দল বরিশালের দোয়ারিকা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তপন কুমার শিকারী এবং ৬২০ পিস ইয়াবাসহ মোখলেছুর রহমানকে আটক করে মামলা দায়ের করেন। একই বছর ২৭ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার এসআই সুমন হালদার ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। পরে আদালতে জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।
বিডি প্রতিদিন/আল আমীন