শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্তবর্তী কালাকুমা গ্রামের ফসলি জমির মাটির নিচ থেকে রকেট লঞ্চারের একটি পরিত্যক্ত গোলা পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ওই গ্রামের আতর আলীর ক্ষেতে পরিত্যক্ত গোলাটির সন্ধান পায় পুলিশ। পরে গোলাটি হেফাজতে নিয়েছে তারা। গোলাটি কেন্দ্র করে ওই গ্রামে পাহারায় রয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের এক যুবক ভোগাই নদে গোসল করতে যান। এসময় পানির নিচে রকেট লঞ্চারের গোলাটা পান। পরে ভয়ে ওই যুবক কাউকে কিছু না জানিয়ে নদী সংলগ্ন আতর আলীর ফসলি জমিতে গোলাটি পুঁতে রাখেন। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়।
পরে কালাকুমা বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেয়। সন্ধ্যায় নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফরোজা নাজনীন, ওসি বছির আহমেদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চারের গোলাটি দেখতে পান।
এ ব্যাপারে জানতে চাইলে ওসি বছির আহমেদ রাত সোয়া ৯টায় বলেন, ঘটনাস্থলে গিয়ে গোলাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। গোলাটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। পরবর্তী সময়ে গোলাটি নিস্ক্রিয় করা হবে।
বিডি প্রতিদিন/এমআই