পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, কক্সবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ককে বিশ্বের অন্যতম সাফারি পার্কে পরিণত করা হবে।
আজ কক্সবাজারের ডুলাহাজারায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী সাফারি পার্কের অধিকতর উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)সহ সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দিক নির্দেশনা দিয়ে বলেন, পার্কের সকল প্রাণীর খাদ্য সরবরাহ, আবাসস্থলের সুব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, এছাড়াও সাফারি পার্ক পরিদর্শনে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতেও যথাযথ ব্যবস্থা নিতে হবে। এসময় পর্যটকদের সাফারি পার্ক পরিদর্শনের সুবিধার্তে মিনিবাস প্রদানের আশ্বাস দেন মন্ত্রী।
এর আগে মন্ত্রী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পরিদর্শন করেন এবং সেখানকার বনরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত