তিনটি প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে মেহেরপুর থানা পুলিশ। শনিবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাবিবুর রহমান মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আজিম উদ্দিন বিশ্বাসের ছেলে।
জানা গেছে, সাজা মাথায় নিয়ে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন হাবিব। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিল। শেষ পর্যন্ত আমঝুপি গ্রাম থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ।
গ্রেফতারের পর শনিবার সন্ধ্যার আগে হাবিবর রহমানকে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তারিক হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার