চাঁপাইনবাবগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্তৃপক্ষের হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া-গোহালবাড়ি এলাকার শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আব্দুল আজিজ, খাইরুল বাশার, হাম্মাদ আলী রাজিব, শুখু মন্ডল, সেরিনা খাতুন, সুমিনা বেগম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বেতবাড়িয়া-গোহালবাড়ি এলাকায় প্রায় ৫০টি পরিবার প্রায় ৪০ বছর ধরে প্রৈত্রিক বা ক্রয়সূত্রে জায়গা কিনে বাড়ি করে বসবাস করে আসছে এবং নিয়মিত খাজনা-খারিজ বহাল আছে। কিন্তু ৬/৭ বছর ধরে পানি উন্নয়ন বোর্ড এলাকার মানুষককে হয়রানি করে আসছে। সম্প্রতি তাদের উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পানি উন্নয়ন বোর্ডের হয়রানির প্রতিকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
বিডি প্রতিদিন/কালাম