দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, সুশিক্ষিত আদর্শ দেশপ্রেমিক মানুষ চাই। সুশিক্ষা প্রত্যেক মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে। আর আজকের শিশু আগামী দিনে দেশের নেতৃত্বদানে ভূমিকা রাখবে। যখন শিশুটি সুশিক্ষায় শিক্ষিত হবে তখন তার মধ্যে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে দেশ ও দশের কল্যাণে কাজ করবে। সুশিক্ষিত না হলে কোন জাতি উন্নতি করতে পারে না।
আজ বাঞ্ছারামপুর উপজেলার দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সোনারামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহিন মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাছির উদ্দিন সরোয়ার, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, শ্রম সম্পাদক কামরুল ইসলাম হারুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমূদুল হাসান ভূইয়া, উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক আ. আজিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ, সাধারন সম্পাদক আলাউদ্দিন সরকার, পৌর ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারন সম্পাদক আঃ রাজ্জাক, কলেজ ছাত্রলীগ সভাপতি জামাল হায়দার, সাধারণ সম্পাদক রুমেল আহমেদ আমান প্রমুখ। পরে তিনি অনুদান হিসেবে নগদ ১৫ লক্ষ ৬০হাজার টাকা এবং স্কুলের ভবিষ্যত উন্নতির জন্য ১০লক্ষ টাকার এফডিআর প্রদান করেন।
বিডি প্রতিদিন/হিমেল