‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি। এর অংশ হিসেবে রবিবার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ৮ থেকে ১০ হাজার মাস্ক বিতরণ করেছে সালনা হাইওয়ে পুলিশ। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। মানুষকে সচেতন করা, নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এসব বিষয়ে তারা পরামর্শ প্রদান করেন।
এসময় মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন, গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মনোয়ার হোসেন, সালনা হাইওয়ে থানার (ওসি) মীর গোলাম ফারুকসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/হিমেল