হেফাজতের ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদী প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
এই সময় বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন : হোটেল মালিকের অভিযোগ ভাঙচুর, কাদের মির্জার দাবি উচ্ছেদ
এই সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে.এম সামছুদ্দিন জেহান ও শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট ও যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লবসহ হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এই সময় প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী এমপি প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান এবং সকল ধরনের ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে বলে জানান।
বিডি প্রতিদিন/ফারজানা