খাগড়াছড়িতে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। রবিবার দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা ছাত্রলীগের আহ্বায়ক উভিক মোহন ত্রিপুরা।
স্বাভাবিক নিয়মে চলছে পাহাড়ি এ জেলার জনজীবন। তেমন কোনো প্রভাব পড়েনি হরতালের। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো শহরে প্রবেশ করেছে। জননিরাপত্তার বিষয় মাথা রেখে দূরপাল্লার যোগাযোগ বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরীণ ও শহরকেন্দ্রিক গণপরিবহন চালু রয়েছে। দোকান পাটও খোলা। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্তক অবস্থানে রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ