পটুয়াখালীর কলাপাড়ায় যৌন হয়রানির অভিযোগে সুলতান হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার রাতে ওই শিক্ষার্থীর মা বাদী মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতে উপজেলার মনষাতলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতার ব্যক্তিকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ভিকটিমকে জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই