নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে বোরকা পরিহিত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। সোমবার (২৯ মার্চ) দুপুরে শহরের টানবাজার গুদারাঘাটের পাশে শীতলক্ষ্যা নদী থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়।
নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুপুরে টানবাজার গুদারাঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে একটি বোরকা পরিহিত নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের জানায়। পুলিশ তাৎক্ষণিক থবর পেয়ে ঘটনাস্থল থেকে বোরকা পরা ওই নারীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পাই, মরদেহটি অর্ধগলিত এবং ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো যাবে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার