কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামে জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে কর্মসূচিতে অংশ নেয়া নেতৃবৃন্দের অভিযোগ, তাদের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। শহরের মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করলে দাদামোড়ে এসে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির সম্পাদক মাহবুব হোসেন, ইদ্রিস আলীসহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,সারাদেশে সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করছে এবং দলের লোকজন সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাতে স্বাধীনতার মূল চেতনা বিনষ্ট হবে।
বিডি প্রতিদিন/আল আমীন