বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ যোহর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, বন ও পরিবেশ সম্পাদক শেরিন আনোয়ার জর্জিস, মুক্তিযোদ্ধা সম্পাদক আনিছুজ্জামান মিন্টু, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, সদস্য অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, আলমগীর হোসেন স্বপন, প্রভাষক সোহরাব হোসেন সান্নু, শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু ৩০ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডাক্তারের পরামর্শে নিজ বাসভবনে রয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন