নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ মিরু হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন ডগরাপাড়া এলাকার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে।
বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় র্যাব-১১'র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, আসামী মিরু হোসেন আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় কুমিল্লা থেকে গাঁজা নিয়ে এসে ঢাকা,নারায়ণগঞ্জ, নরসিংদী ও এর আশেপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ ব্যববস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার