মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় পুলিশের ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল থানার আয়োজনে থানার সামনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল।
আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ অবিনাশ আচার্য্য, নারীনেত্রী ইপা বড়ুয়া, পৌর কাউন্সিলর এমএ সালাম, পরিবহন শ্রমিক নেতা শাহজাহান মিয়া, প্রেস ক্লাবের সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, করোনা সংক্রমণে মৌলভীবাজার জেলা শীর্ষে রয়েছে। সংক্রমণ ঝুঁকি কমাতে আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছি। সরকারের নির্দেশিত ১৮ বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছে। প্রথমে জনগণকে সচেতন করা হচ্ছে। প্রয়োজনে আমরা কঠোর হবো।
বিডি প্রতিদিন/এমআই