কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। করোনা পরিস্থিতির সরকারি নির্দেশনা অমান্য করে এ কর্মসূচি পালিত হয়। শুক্রবার বাদ জুমা শহরের খোয়াইমুখ সংলগ্ন নুরুল হেরা জামে মসজিদের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তারা বলেন, দেশে আলেম ওলামাকে ও মাদ্রাসাকে ধ্বংস করার জন্য সরকার আলেমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে। নির্যাতন বন্ধ না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা সামছুল হক সাদীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন মাওলানা মাশরুরুল হক।
বিডি প্রতিদিন/আল আমীন