টাঙ্গাইলের সখীপুরে লকডাউন মেনে না চলায় পথচারীসহ ১১ দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী।
আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন করতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় পৌর এলাকার কয়েকটি দোকান ও পথচারীরা লকডাউন অমান্য করায় আদালত বসিয়ে ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, লকডাউন বাস্তবায়ন করতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন