লকডাউনে সোমবার থেকে সাতদিন দোকান বন্ধ রাখার প্রতিবাদে নোয়াখালীতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।
সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ কাপড় ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা এ বিক্ষোভ মিছিল করেন।
এসময় ব্যবসায়ীরা সরকারের কাছে জোর দাবি জানান, তারা স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রেখে ব্যবসা করতে চান।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, লকডাউনবিরোধী বিক্ষোভ মিছিলের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে আমি বিক্ষোভকারীদের পাইনি। তবে শতাধিক ব্যবসায়ী এ বিক্ষোভ মিছিল করেছে।
বিডি প্রতিদিন/এমআই