কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়াবাজারে চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে অপহরণের খবর পাওয়া গেছে। অপহৃত শিশু আনাস (১০) নগরীর ২২ নং ওয়ার্ডের পদুয়াবাজার বিশ্বরোডস্থ আবদুর সাত্তার কমপ্লেক্সের বাসিন্দা অ্যাড. খোরশেদ আলমের ছেলে। তাদের গ্রামের বাড়ি একই উপজেলার ভুলইন ইউনিয়নের হাজতখোলা গ্রামে।
ঘটনার বিবরণে অপহৃত শিশুর বাবা অ্যাড.খোরশেদ আলম বলেন, পদুয়ারবাজার বিশ্বরোডস্থ আবদুর সাত্তার কমপ্লেক্সে ভাড়া থাকি। ৮ এপ্রিল বিকেলে আনাস বাসার পাশেই দোকানে যাচ্ছে বলে বাসা থেকে বের হয়। তার বাসায় ফিরতে দেরি দেখে আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করি আনাস এখানে এসেছে কিনা। কিন্তু কেউ কিছু বলতে পারছে না। তার পরনে ছিল হলুদ রঙের একটি প্যান্ট আর মিষ্টি কালারের টি -শার্ট। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরে সিসি টিভি চেক করে দেখি , একটি অপরিচিত লোক তাকে দোকান থেকে আইসক্রিম কিনে দিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তার চেহারা পরিস্কার দেখা যাচ্ছে না। পরে সদর দক্ষিণ থানায় জিডি করি।
শিশু আনাস পদুয়া বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, অপহৃতকে উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল