বরগুনার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়ীয়া বাজারে শুক্রবার (৯ এপ্রিল) ভোররাতে অগ্নিকাণ্ডে ৯টি প্রতিষ্ঠান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে কেউ নিশ্চিত নয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত সাড়ে ৩টায় দুই জন যুবক আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। ঘটবাড়ীয়া বাজারে পুড়ে যাওয়া ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ডেকরেটর, চায়ের দোকান, টেইলার্স, গ্যারেজ, ওয়ার্কশপ রয়েছে। ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা স্ব-পরিবারে বসবাস করছিলেন। স্থানীয়রা প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন। বাজার সংলগ্ন ব্রীজ ভাঙ্গার কারণে ফায়ার সার্ভিসের গাড়ী পৌঁছাতে বিলম্ব হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির