বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাটাখালীতে ট্রাকের ধাক্কায় ইটভাঙ্গা মেশিন উল্টে চালক বেলাল মোল্লা (৩০) নিহত হয়েছেন।
আজ রবিবার সকালে কাটাখালী হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনায় নিহত হেলাল মোল্লার বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি হোসেন বলেন, এদিন সকালে বেলাল মোল্লা ইনভাঙ্গা মেশিন চালিয়ে খুলনা থেকে কাটাখালী আসছিল। এসময় কাটাখালী থেকে খুলনার দিকে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেলাল মোল্লার মৃত্যু হয়।
নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর