শাহজাদপুরে জুয়া খেলার অপরাধে ইউপি সদস্যসহ ৯ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন হাবিুল্লাহনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু (৪৫), ভাগ্নে সেলিম হোসেন (৪৮), দেলোয়ার হোসেন (২৫), হেলাল শেখ (৩১), মনিরুল ইসলাম (২১), জাননু হোসেন (৩৪), শামচুল হক (৪৫), মানিক মোল্লা (৫২) ও আমিরুল ইসলাম (৩৪)।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে ডায়া বাজার ও এর আশেপাশ এলাকায় জুয়ার আসর বসিয়ে খেলাধুলা করে আসছিল। ফলে ওই এলাকার যুবকেরা জুয়ায় আসক্ত হয়ে বিপথগামী হয়ে পড়ে। ইউপি সদস্য প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করতে সাহস পেত না। বিষয়টি সিরাজগঞ্জ ডিবি পুলিশের নজরে আসলে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে জুয়ার আসর থেকে ইউপি সদস্য ও ভাগ্নে সেলিমকে হাতেনাতে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
এছাড়া শাহজাদপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে সাত জনকে আটক করে।
বিডি প্রতিদিন/আল আমীন