১৭ এপ্রিল, ২০২১ ২২:৪৩

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষা রেখা

লাকসাম প্রতিনিধি

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষা রেখা

কুমিল্লার লাকসামে করোনাভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সুরক্ষা রেখা অঙ্কন করা হয়েছে। সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিক্টরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন’র উদ্যোগে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন জানান, সামাজিক দূরত্ব স্থাপনে ভিক্টরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের উদ্যোগে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, এক্সরে বিভাগ, টিকেট কাউন্টার, কোভিড-১৯ ভ্যাকসিন ওয়ার্ডে ১ মিটার দূরত্বে সুরক্ষা রেখা অঙ্কন করা হয়েছে।

এছাড়া লাকসাম দৌলতগঞ্জ বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসীর সামনেও সুরক্ষা রেখা অঙ্কন করা হয়েছে।

সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী জানান, করোনা মহামারির পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে এগিয়ে আসা গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে ভিক্টরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবীরা নিবেদিতভাবে কাজ করে আসছে। মানবিক সেবায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর