ঝিনাইদহে পঞ্চম দিনে সর্বাত্মক লকডাউন কার্যকরে হিমশিম খাচ্ছে পুলিশ ও প্রশাসন। সকাল থেকে সড়ক মহাসড়কের বেড়েছে মানুষের চলাচল। মোটরসাইকেল, ইজিবাইক, রিক্সাযোগে চলাচল করছে নানা শ্রেণী পেশার মানুষ।
সকাল থেকে প্রয়োজন ব্যতিত চলাচল রোধে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে সব ধরনের যানবাহনে চলাচলকারী যাত্রীদের যাচাই করা হচ্ছে।
এদিকে সড়ক-মহাসড়কে কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও হাটবাজারে নেই লকাডাউনের চিহ্ন। সামাজিক দূরত্ব না মেনে মাস্ক পরিধান না করেই কেনা বেচা করছে ক্রেতা-বিক্রেতারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ