করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলামের নেতৃত্বে সক্রিয় রয়েছে ভ্রাম্যমাণ আদালত। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলেই গুনতে হচ্ছে জরিমানা।
রবিবার বগুড়া-নাটোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তৎপর ছিল কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। মাস্ক না পরার অপরাধে তিনজনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম। চেকপোস্টে যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করাসহ বিনামূল্যে মাস্ক প্রদান করেন তিনি।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, যে কেউ ঘর থেকে বেরিয়ে সড়কে নামলেই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। মাস্ক না পরার অপরাধে জরিমানা গুনছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার