২৩ এপ্রিল, ২০২১ ০৩:১২

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর উপজেলার মাদবরেরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, ইউপি চেয়ারম্যান প্রার্থী হারুন আকন, মাওলাকাত ফকির (৬৪), শাহাদাৎ ফকির (৩১), খাদিজা বেগম (২১), বাবুল মাস্টার (৪২) ও আইয়ুব আলী মাস্টার (৫১)। বাকিদের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবচর উপজেলার মাদবরচর ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হারুন আকনের সাথে অপর চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক মুন্সীর সমর্থক আইয়ুব আলী মাস্টারের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছে। এক সপ্তাহ আগে তাদের সাথে এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদবরচর এলাকায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর