নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুই মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষক।
শনিবার সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া ফেরিঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার শিক্ষক খলিলুর রহমান ও বেলাল হোসেন। আহত অপর শিক্ষকের নাম আব্দুল হামিদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসার তিন শিক্ষক মোটরসাইকেলযোগে নাটোর থেকে বগুড়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে পুরাতন ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাদ্রাসা শিক্ষক খলিলুর রহমান এবং বেলাল হোসেন মারা যান। আহত হন অপর শিক্ষক আব্দুল হামিদ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।
বিডি প্রতিদিন/কালাম