মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামের একটি ক্ষেত থেকে রবিবার সকাল সাড়ে আটটার দিকে সকিনা বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আব্দুল মালেক শেখের মেয়ে।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার জানান, সকালে স্থানীয় হাতিগাড়া ব্রিজের পাশে ক্ষেতের মধ্যে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করলে এলাকাবাসী ও স্বজনরা সকিনার লাশ স্বনাক্ত করেন। সকিনার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে নির্জন ফসলের মাঠে লাল রঙের একটি কম্বলের উপর উল্টো হয়ে লাশটি পড়ে ছিল। স্বামী পরিত্যক্তা সকিনার কোনো সন্তান নেই। সে বাবার বাড়ি থেকে এলজিইডির গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পে মাটি কাটার কাজ করতো।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন