কক্সবাজারের টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে দুইটি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার হ্নীলা বিওপির বিশেষ টহলদল হ্নীলা কাস্টমস ঘাটের উত্তর পার্শে মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোরে সন্দেহভাজন ২ ব্যক্তিকে ব্যাগসহ দেখতে পেয়ে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগে গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এছাড়াও একইদিনে হোয়াইক্যং ঝিমংখালী বিওপির বিজিবির টহলদলের সদস্যরা মাদক পাচারের সংবাদ পেয়ে ৬ নং স্লুইস গেইট এলাকায় কৌশলে অবস্থান নেন। কিছুক্ষণ পর অপর দুই ব্যক্তি একটি পুটলা নিয়ে আসতে দেখলে বিজিবি টহলদলের সদস্যরা তাদের পথরোধ করলে তারা পুটলাটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির