কুড়িগ্রামে বাড়ির সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহত শ্রমিকের নাম রতন (৩২) এবং সে জেলা সদরের বেলগাছা ইউনিয়নের মোকছেদ আলীর ছেলে। ঘটনাটি মঙ্গলবার দুপুরের। বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের সাটার খোলার পর বিষক্রিয়ায় ওই শ্রমিকের মৃত্যু হয়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক মনোরঞ্জন সরকার জানান, কামারপাড়া গ্রামের পশু চিকিৎসক ওয়াজেদ মিয়ার ছেলে মামুনের বাড়িতে নতুন সেফটি ট্যাংকের সার্টার খুলে নিচে নামতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শ্রমিক রতন ঢলিয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে রশি দিয়ে টেনে তোলার পর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার