নেত্রকোনার মদন উপজেলায় উচিতপুর হাওরে গতবছর ট্রলারডুবে ১৮ জন নিহতের ঘটনায় দীর্ঘ ৮ মাস পর ট্রলার মালিক লাহুত মিয়া (৪০) আটক হয়েছেন।
সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উচিতপুর ট্রলার ঘাট থেকে তাকে আটক করা হয়।
লাহুত মিয়া উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি গ্রামের নূরুল হকের (পুলিশ মিয়া) ছেলে।
জানা গেছে, গত ২০২০ সালের ৫ আগষ্ট উচিতপুর হাওরে ট্রলার ডুবে প্রাণহানি ঘটে। এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে আলাদা আলাদা কমিটি গঠন করে তদন্ত হয়। পরে পর্যটকবাহী ভাই ভাই ট্রলারের নামে বিভিন্ন ধারায় ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট যুগ্ম জেলা ও দায়রা জজ নৌ আদালতে একটি মামলা দায়ের হয়। মামলায় ট্রলার মালিক লাহুত মিয়া সহ দুই মাঝিকেও আসামী করা হয়। আসামিগণ পলাতক থাকায় তাদের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
এ ব্যাপারে মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, নৌকার মালিক লাহুত মিয়ার নামে ওয়ারেন্ট থাকায় সোমবার(২৬ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার(২৭ এপ্রিল) বিজালে তাকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল